11/25/2022
পুরো পরিবারের সুস্থ বিনোদনের প্রত্যা
Operating as usual
Firstever trying to sing with a great singers!!!
আর্জন্টিনা!!!
হায়! হায়!! হায়!!!
আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর। আব্বা-মার সহযোগিতা আর পলির একান্ত চেষ্টায় আমেরিকা আসার ১১ বছর পর নিজের বাড়িতে উঠতে যাচ্ছি। আমেরিকা আসার পরেই প্ল্যান ছিল লং আইল্যান্ডে বাড়ী কেনার। কারন বাড়ীর পিছনে একটু খোলা জায়গা, সুইমিং পুল এবং সেখানে মনের মতো করে সাজানো! পুরো বাড়ীটি ২৫০০০ স্কয়ার ফিট জায়গা নিয়ে অবস্থিত।
যে বন্ধুরা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না। গরমের দিনে আর বাড়ী গরম করার ইচ্ছে নেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন প্লিজ।
ওর নাম ভিন্ন, আমরা ডাকি লরেন্স। কারন একই দিনে সে এবং বাড়ী এসেছে। দোয়া ও দীপ্র'র নতুন খেলার সাথী হয়েছে। পাখির সাথে দোয়ার এখন বাড়তি সময় কাটে লরেন্সকে নিয়ে। দোয়ার অনুপস্থিতি লরেন্সকে দেখভালের দায়িত্ব বর্তায় দীপ্রর উপর। সেও তখন লক্ষী ছেলের মতো দীপ্র'র সাথী হয়ে যায়।
বয়স মাত্র চার মাস। খুবই লক্ষী এবং সারাক্ষণ খেলার মধ্যে থাকে। অন্য কোথাও রাখলেও দোয়ার কাছে গিয়ে ঘুমায়। আমি বাসায় গেলে বা বাসা থেকে বেড় হওয়ার সময় দৌড়ে সিঁড়ি পর্যন্ত চলে আসে, দেখে মায়া হয়।
দোয়ার অনেক দিনের শখ ছিল বিড়াল নেয়ার। ব্রুকলিন থাকতে আমাদের বিল্ডিং সুপার ভাইজার ছিল বেড়াল প্রেমী। হাজবেন্ড - ওয়াইফ দুইজনে সকাল বিকাল ছুটে বেড়তো বিভিন্নস্থানে বেড়লদের খাওয়াতে। প্রায়ই দেখা যেতো, গাড়ী ভর্তি বেড়ালের খাবার ডেলিভারী আসতে। বেড়ালগুলোও যেন তাদের অপেক্ষায় থাকে। ঠিক সময়মতো চলে আসে। তাঁরা মাঝে মাঝে বাচ্চা বেড়াল বাসায় নিয়ে যেতো এবং দোয়ার আগ্রহ দেখে ওকে একটি বাচ্চা দিতে চেয়েছিলো অনেকবার।
Human mind is change like the sky!
বেশ কিছুদিন তীব্র তাপদাহের পর আজ এক পশলা বৃষ্টি! তারপর পরই দিগন্ত জুড়ে রঙধনু যেন পেখম তুলে আছে।
জুলাভাতি!!!
কম বেশি সবারই জুলাভাতি সম্পর্কে ধারণা আছে। সেই আমেজেই গতকাল ছিল মুস্তফা ভাই আর কানিজ ভাবীর বাসার আয়োজন। একেকজন একেকটি আইটেম আনলেও মূল আকর্ষণ ছিল ভাবীর বাইরে কাঠের চুলোয় রান্না করা।
সবার রান্নাই বেশ সু-স্বাদু ছিল। সারাদিনের আড্ডা শেষ হয় গান আর ফটোসেশন দিয়ে।
BBQ party @ Arun vhai house with friends and families.
লেকের ধারে
বাংলার শাড়ী পড়ে
বাঙালি রমণী!!
Beautiful moments in Lake George.
Eid Mobarok!
May the guidance and blessings of Allah be with you and your family.
রথ দেখা/ছবি তোলা!!
উদ্দেশ্য ছিল 4th July এর ফায়ারওয়ার্কস দেখা। সাথে কিছু ছবি তোলা! একেই বলে, "রথ দেখা, ছবি তোলা!"
Happy 4th of July.
লোকনাট্যদলীয় আড্ডা 's house, NY.
উনি বই পড়তে পড়তে ঘুমিয়ে গেছেন। দীপ্র তাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করছে।
New York, NY
10000
Be the first to know and let us send you an email when Family Entertainment Ny posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to Family Entertainment Ny:
Reading competition in Library #library #libraries #reading #readers #readerscommunity
#cateringservice #caterer #catering LIVE CATERER! #picnic #bbq #party #babyshower #houseparty
A Summer day fun with BBQ. #summer #summer2022 #summerfun #bbq #bbqlovers #bbqfood #BD #bdcommunity
জ্যাকসন হাইটস্। একটি ব্যস্ত এলাকা। প্রতিদিনই মুখরিত থাকে অগণিত মানুষের পদচারণায়। ঘটে কত রকমের ঘটনা! একটা কাজে গিয়ে দীর্ঘক্ষণ গাড়ীতে বসে থাকা সময়টুকু কাজে লাগানোর চেষ্টা। #jacksonheights #streetvideo #mobileediting
একদিনের শিক্ষিকা। দোয়া এলিমেন্টারি স্কুল থেকেই আল্লাহর অশেষ কৃপায় ভাল রেজাল্ট করে আসছে। প্রায় প্রতি মাসেই "ষ্টুডেন্ট অফ দ্যা" মান্থ হয়েছে। Spelling Bee competition এ অংশ নিয়ে নিউ ইয়র্কের মধ্যে ৫ম স্থান অর্জন করেছিল। লং আইল্যান্ডে ষ্টুডেন্ট অফ দ্যা মান্থের সিষ্টেম নেই, তবে মধ্যম স্কুল থেকে এচিভম্যান্ট এ্যাওয়ার্ড দেয়া হয়। মিডল স্কুলের শুরু থেকেই অনার ক্লাশে পড়ে আসছে এবং তা লং আইল্যান্ডে এসেও অব্যাহত আছে। প্রতি বছরই পাচ্ছে "এচিভম্যান্ট এ্যাওয়ার্ড"। এই বছরেও একটি সম্মাননা দেয়া হবে, যাতে ইতিমধ্যে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সে এবার 10th grade এ পড়ছে। কাল সে ছোট ভাই দীপ্র'র 3rd grade এ শিক্ষকতা করেছে। ছাত্রাবস্থায় এ সুযোগ সত্যি প্রশংসনীয়। ∆ভাই-বোন দু'জনের জন্য প্রার্থনা করবেন প্লিজ। কেমন তাদের অনুভূতি?
IronHorse Digital Media X-perience
Birmingham 35242Amantes De Los Bellos Paisajes
Maryland City 20710Soaring Starts Early Learning & Arts
N 16th Street, ArlingtonRed Model Management - RED NYC
W 37th Street FlAffordable Art Fair New York City
W 18th Street