16/11/2022
১০ টি কারণে দোয়া কবুল হয় না -
১। তোমরা আল্লাহকে চেনো, কিন্তু তাকে মান্য কর না।
২. তোমরা রাসুল সম্পের্ক জান, কিন্তু তার সুন্নাহ অনুসরণ করো না।
৩. তোমরা কুরআন সম্পের্ক জান, কিন্তু সে অনুযায়ী আমল কর না।
৪. তোমরা আল্লাহর নেয়ামতসমূহ ভক্ষণ করো, কিন্তু তার শুকরিয়া আদায় কর না।
৫. তোমরা জান্নাত সম্পর্কে জান, কিন্তু তা অনুসরণ করো না।
৬. তোমরা জাহান্নাম সম্পের্ক জান, কিন্তু তার থেকে বাচাঁর চেস্টা করো না।
৭. তোমরা শয়তান সম্পর্কে জান, কিন্তু তার থেকে পলায়ন করো না।
৮. তোমরা মৃত্যু সম্পর্কে জান, কিন্তু তার জন্য প্রস্তুতি গ্রহণ করো না।
৯. তোমরা মৃত্যুকে দাফন করো, কিন্তু এর থেকে শিক্ষা গ্রহণ করো না।
১০. তোমরা নিজেদের দোষচর্চা ভুলে গিয়েছ, কিন্তু মানুষের দোষ চর্চায় ব্যস্ত রয়েচে
(তাফসীরে কুরতুবি)