09/09/2024
সিলেট শমসেরনগর ট্যুর ২০২৪
This Is A Place Which Can Change The Way Of Your Life.
সিলেট শমসেরনগর ট্যুর ২০২৪
আমাদের ক্যাম্পেইনের টোটাল হিসাব:-
২৫/০৮/২৪
পর্যন্ত টোটাল কালেকশন- ৫৯৩৩৮২/- টাকা
বাজার বাবদ খরচ- ৫০০৭৯০/- টাকা
টোটাল ট্রান্সপোর্টেশন- ৫৬৭০৫/- টাকা
মোট খরচ- ৫৫৭৪৯৫/- টাকা
আমাদের ব্যালেন্স- ৩৫৮৮৭/- টাকা (২৫/০৮) এর হিসাব অনুযায়ী।
বাজারের হিসাব:
১. চিড়া- ১৭০০ কেজি- ১২১৮০০/- টাকা
২. গুড়- ২৩২ কেজি- ৪৫৮৫০/- টাকা
৩. চিনি- ৭০ কেজি- ৮৫৭৫/- টাকা
৪. বিস্কুট- ২৮০ কেজি- ৪৪৮০০/- টাকা
৫. ঔষধ- ৬ আইটেম- ১৫৩০০০/- টাকা
৬. ন্যাপকিন- ৫০ প্যাকেট- ৭০০০/- টাকা
৭. ল্যাকটোজেন- ১০০ প্যাকেট- ৬২৫০০/- টাকা
৮. ডায়াপার - ২০ প্যাকেট- ১৮২১০/- টাকা
৯. মোম+ কয়েল+ লাইটার- ১১২২০/- টাকা
১০. পলিথিন- ৪ আইটেম- ৯৭৪০/- টাকা
১১. দুধের কন্টেইনার- ১৮৫০/- টাকা
১২. পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট- ১৩৫০০/- টাকা
এখানে শুধু আমাদের হাতে আসা নগত টাকার হিসাব দেওয়া হয়েছে, এর বাহিরেও প্রায় লক্ষ্য টাকার ত্রান সামগ্রী আমাদের কাছে এসেছে যেগুলোর সঠিক হিসাব আমাদের জানা নেই।
২৫/০৮ এর পরেও আমাদের কাছে টাকা আসছে, সব মিলিয়ে হয়তো ৬০-হাজারের আসেপাশে কিছু হবে যা আমাদের কাছে আছে। সামনে যেহেতু আমাদের একটি মেডিক্যাল ক্যাম্পেইনের পরিকল্পনা আছে তাই যদি আর কেউ টাকা পাঠাতে চান তাহলে-
রবিন- 01989641642 (বিকাশ/নগদ পারসোনাল)
সজল- 01677-701489 (বিকাশ/নগদ পারসোনাল)
ইফতি- 01817-180624(বিকাশ পারসোনাল)
আলহামদুলিল্লাহ সহি সালামতে সবাই বাসায় ঢুকলাম। ৩-দিন ব্যপি এই ত্রান কার্যক্রমে আমরা ১২৬০+ প্যাকেট ত্রান, বেবি ফুড, ডায়াপার, মেডিছিন, সেনিটারি ন্যাপকিন, জামা কাপড় ও আরো প্রয়োজনীয় কিছু সরঞ্জাম প্রায় ৯০০ পরিবারের ঘরে ঘরে পৌছে দিতে সক্ষম হয়েছি।
আপনাদের সকলকে ধন্যবাদ এই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। আমাদের কিছু বেবিফুড, ডায়াপার ও কিছু ঔষধ রয়ে গেছে এবং কিছু টাকাও রয়ে গেছে যা আমরা সামনে আরেকটি ছোট মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বন্যা দুর্গত এলাকায় পৌছে দিবো ইনশাআল্লাহ। আমাদের খরচের হিসাব অতি সত্তর আপনাদের সামনে প্রকাশ করা হবে।
যেহেতু আরেকটি ক্যাম্পেইন সামনে হতে যাচ্ছে ইনশাআল্লাহ সেহেতু আপনারা যদি এখনো কেউ সহযোগিতা করতে চান করতে পারবেন।
রবিন: 01989641642 (বিকাশ/নগদ পারসোনাল)
সজল: 01677-701489 (বিকাশ/নগদ পারসোনাল)
ইফতি: 01817-180624 (বিকাশ পারসোনাল)
আকষ্মিক বন্যায় ত্রাণ তহবিল:
আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের কাছে টাকা উঠেছে টোটাল....
৪ লক্ষ টাকা +
এখনো যারা যারা শরিক হতে চান নিন্মোক্ত নাম্বারে টাকা পাঠিয়ে দিতে পারেন। আমরা অতিশ্রীঘই ত্রান/সাহায্য প্রদান শুরু করতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সকল ডিটেইলস আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দিব।
ইফতি - 01817180624 (Bkash/Personal)
সজল - 01677701489 (Bkash/Personal)
আমাদের চেম্বার গ্রুপের পক্ষ থেকে নোয়াখালী, ফেনী অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা 'ত্রান তহবিল' গঠন করছি। আশাকরি আগামী ২-৩ দিনের মধ্যে তহবিল গঠন করে আমরা ক্ষতিগ্রস্ত দের সাহায্য পাঠিয়ে দিব, ইনশাআল্লাহ।
আমরা আগেও সততা এবং নিষ্ঠার সাথে বিভিন্ন ধরনের সামাজিক সাহায্য মুলক কাজ করে এসেছি। ইনশাআল্লাহ এবারো এটার ব্যত্যয় ঘটবে না।
সাহায্য প্রেরণ করার জন্য সবাইকে নিন্মোক্ত নাম্বার গুলোতে বিকাশ করার অনুরোধ করা যাইতেসে।
ইফতি - 01817180624 (Personal)
সজল - 01677701489 (Personal)
টাকা পাঠানোর পর আমাকে নক দেওয়ার চেষ্টা করবেন কিংবা বিকাশ রেফারেন্স এ উল্লেখ করবেন।
ধন্যবাদ। আল্লাহ সহায় হোন।
খুবই দ্রুত শেখ হাসিনা এবং তার দোসরদের নামে গণহত্যা, দুর্নীতি সহ সকল কুকর্মের কেইস করা এবং বিচারকার্যক্রম শুরু করে ফেলা দরকার। আন্তর্জাতিক আদালতেও গণহত্যার কেইস থাকতে হবে।
খুনি হাসিনার অবস্থান কিন্তু খুব কাছে। আগের আমলে রাজারা কিন্তু যুদ্ধের সময় বিপদে পড়লে পালিয়ে পাশের রাজ্যের রাজার কাছে আশ্রয় নিতো তারপর আস্তে আস্তে সুসংগঠিত হয়ে যুদ্ধ করে আবার নিজ রাজ্যে ব্যাক করতো।
আর অতিশ্রীঘই মাতাল প্রতিবন্ধী 'জয়' কে মিডিয়া থেকে অবাঞ্চিত ঘোষণা করতে হবে, এই ছাগলের কোন কিছু যেন প্রচার নাহয়।
রাস্তায় ট্রাফিকিং করছেন ভাল কথা, সবাই সাধুবাদ জানাই আমরা। তবে এটাকে দিন দিন নেশায় পরিণত করিয়েন না, রিকুয়েষ্ট রইলো।
যেখানে ৪ জন হলেই ট্রাফিকিং করা সম্ভব সেখানে আপনারা ৫০-৬০ জন নেমে যাচ্ছেন। এটা কিন্তু দৃষ্টিকটু এবং অনেকসময় বিরক্তির কারণ হয়েও দাঁড়াতে পারে।
আপাতদৃষ্টিতে এটা উৎসবে পরিনত হয়ে যাচ্ছে। উৎসব বেশিক্ষণ চললে সেটা কিন্তু অপ্রীতিকর সিচুয়েশন তৈরি করে ফেলে। অনেক উদাহরণই কিন্তু আছে এমন।
আপনাদের নিকট রিকুয়েষ্ট থাকবে আপনারা যেন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেশি ছাত্রজনতা ট্রাফিকিং এ এনগেজ না হোন। দেশের আরো অনেক কাজ আছে, চাইলে ওগুলাও করতে পারেন। আমাদের সহযোগিতা বরাবরের মতোই সবসময় পাবেন।
বি:দ্র: নিয়মশৃঙ্খলা ভাল ব্যবহার এবং ভদ্রভাবেও শেখানো যায়। চাইলে জাপান কে ফলো করতে পারেন।রাস্তায় অনেক সিনিয়র সিটিজেন থাকে, তারা ব্যাপার টাকে নেগেটিভলি নিতে পারেন।
আপনি কাউকে ভালোবাসলে তার ভালোটা যেভাবে মেনে নেন, তার খারাপ টাও আপনাকে মেনে নিতে হবে, না হলে কোনোভাবে একটা সম্পর্কে শান্তি হয়না।
টিক সেভাবেই দেশটাকে দেখুন, ভালো খারাপ যাই হোক তা মেনে নিয়ে সামনের পথটুকু সুন্দর করে সাজানোর জন্য নিজেকে নিয়োজিত করুন।
অতীত ভুলে না যাই, ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের দেশের অভিভাবকরা তাদের সন্তানদের সব সময় উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছে, কেউ বলেনি তোমাকে একজন যোগ্য নেতা হতে হবে, জনগনের সেবক হতে হবে, স্কুলে যখন শিক্ষকরা জিজ্ঞেস করতো, তুমি কি হতে চাও? কাউকে বলতে শুনিনি আমি বড় হয়ে একজন যোগ্য নেতা হতে চাই। শিক্ষাগত যোগ্যতার অর্জন আমাদের অভিভাবকদের অনেক গর্বিত করে, কিন্তু নেতৃত্ব দিচ্ছেন এমনটা দেখলেই ভয় পেয়ে সন্তানকে বাধা দিতে থাকেন।
একজন সুযোগ্য নেতার অভাব এখন আমাদের মাঝে সেটা তো সময় দেখিয়ে দিল।
তুমি রিয়েলিটি মাইনা নাও,
তুমি রিয়েলিটি মাইনা নাও,
এদিক চিন্তা ভাবনা না করে,
নিজের মানুষকে বাঁচাও,
কারণ ১২ টা তোমার বেজে গেসে।
তারা মনে করেছিলো আমরা ভয় পাবো, আজ কারা ভীত?
তারা মনে করেছিলো আমাদের দমায় দিবে, সামনে তারা পালাবার রাস্তা খুজবে।
পাপ বাপকেও চেনেনা, শুধুমাত্র চেনে তুমি পাপী। যে পাপ তুমি করেছো তার পরিনাম তোমাকে ইহকাল এবং পরকাল দুই জীবনেই ভোগ করতে হবে।
মনে রাখতে হবে আল্লাহ্ সর্বশক্তিমান। তিনি সব দেখেন শুনেন। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেননা।
Mashup
gari chole na & nitol paye
papa kehte hain bada naam karega cover by Ifty
joler gaan mashup by sakib,ifty,sazal & shuvo
valo achi valo theko cover by Ramisa,Sazal,Ifty
lag ja gale cover by Ramisa
Ifty & sazal mashup
যুগটা ভাইরালের। আমরা আবার একটু আগের যুগের। এখন অনেকেই কলপাতায় ভাইরাল হইতে চায়। এসব আমরা বহু আগেই করে আসা লোক। অবশেষে আমরাও একটু ভাইরাল হইলাম নাহয়।
Nafakhum para ~ jina para r majamaji oulawa para kache
After a long time an extreme tour from the chamber.....
Be the first to know and let us send you an email when Chambers Of Secrets posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.